VFJ protests against Israel in front of 10 Downing Street, 19 July 2014

 

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10552515_622959807802370_6736687924430569073_n.jpg

gaza7

 

শেখনিউজ রিপোর্টঃ স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে  লন্ডনে অনুষ্ঠিত হলো নানা বর্ণ দেশের মানুষের ঐতিহাসিক প্রতিবাদ ্যালি ্যালিতে লক্ষাধিক মানুষের সমাগম হয় ্যালির শ্লোগান ছিল ইসরাইল একটি সন্ত্রাসী দেশ, ইসরাইল যুদ্ধাপরাধী দেশ, প্যালেস্টাইন মুক্ত কর, ইসরাইলি পন্য বর্জন কর ইত্যাদি ্যালি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ ডাউনিং স্ট্রীট থেকে শুরু হয়ে লন্ডনস্থ ইসরাইলী দুতাবাস পর্যন্ত যায় 



্যালি থেকে শ্লোগানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনের নিন্দা জানানো হয় ইস্রাইলকে সমর্থন দেয়ার কারনে স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে মুহুর্মুহুর শ্লোগান দেয়া হয় এই ্যালিতে দল মত নির্বিশেষে সবাই একই মত প্রকাশ করে ্যালিতে ইহুদি রাব্বিরাও অংশ নেয় ইসরাইলী জায়নিস্টদের বিরুদ্ধে তাদের সংহতি প্রকাশের জন্য

gaza8প্যালেস্টাইন সলিডারিটি অর্গানাইজেশন আয়োজিত এই ্যালিতে অনেক প্রবাসী বাংলাদেশীদের সাথে নির্বাসিত রাজনীতিক-সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ, ভয়েস ফর জাস্টিসের প্রেসিডেন্ট ডঃ হাসানাত এম হুসেইন এমবিই, শিক্ষাবিদ জনাব মামনুন মোরশেদ, দুঃশাসন আগ্রাসন বিরোধী আন্দোলনের সভাপতি জনাব আহমেদ আজাদ, ইউনাইট ইউনিয়নের মুনাওয়ার বদরুদ্দোজা, ব্যারিস্টার নাজির আহমেদ প্রমুখ অংশগ্রহন করেন

 

এদিকে ফ্রান্সে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবাদ ্যালি করার চেষ্টা হলে পুলিশের সাথে সংঘর্ষ হয় বলে জানা গেছে এদিকে কায়রো, ইস্তাম্বুল, কেপটাউন, বার্লিন, নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বিশ্বব্যাপী ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়


Photo: Today's demonstration @ 10 Downing st to Israeli Embassy, Voice For Justice, many thanks to Dr Hasanat
 Husain MBE

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

This Web Page Created with PageBreeze Free HTML Editor / Web Hosting